মোহাম্মদ রাসেল কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মো. ফাইসাল (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে টেকনাফ হোয়াইক্যং বাজার এলাকার ঝিনুক হোটেলের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক হলেন হোয়াইক্যং ৩নং ওয়ার্ডের উনছিপ্রাং লম্বাবিল দক্ষিণ ঘোনা পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. ফাইসাল (২২)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা অধীনস্থ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) যায়েদ হাসানের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় আটক আসামিদের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।