মোহাম্মদ রাসেল কক্সবাজার জেলা প্রতিনিধি: টেকনাফ থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র নিয়ে বাহিনী প্রধান আবু হুরায়রা সহ ৩ ডাকাতকে আটক করেছে র্যাব-১৫।
আটকরা হলেন, আবু হুরাইরা মোহাম্মদ (২৬), মোরশেদ আলম (২১) ও নুরুল ইসলাম (৩৮)।
বুধবার রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর অধিনায়ক লে.কর্ণেল খাইরুল ইসলাম সরকার।
তিনি জানান, টেকনাফ থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র নিয়ে বাহিনী প্রধান আবু হুরায়রা সহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় ২টি এসবিবিএল, ২ টি থ্রি-কোয়ার্টারগান, ২ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি ও ডাকাতিকৃত ৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে আবু হুরাইরা ডাকাত দলের বাহিনীর প্রধান বলে জানান, র্যাব অধিনায়ক।
এর আগে এই বাহিনীর আরো ৬ জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।