মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্বপ্না রানী রায় (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গত রবিবার বিকালে সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী স্বপ্না রানী ওই দিন সকলের অগোচরে নিজ ঘরের বাঁশের সরের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে ওই গ্রামের হৃদয় বর্মনের মেয়ে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা হয়।