মফিজুল ইসলাম, নীলফামারী জেলপ্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলা অটো মালিক চালক সমবায় সমিতি-এর ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। গতরাতে( ২১ ডিসেম্বর) ২০২২ অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। ডিমলা উপজেলা অটো মালিক চালক সমবায় সমিতি পশ্চিম ছাতনাই ইউনিয়ন এর সভাপতি মোঃ স্বপন গণি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা অটো মালিক চালক সমবায় সমিতি-এর সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (জুয়েল)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ছাতনাই ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ খান, ডিমলা উপজেলা অটো মালিক চালক সমবায় সমিতির উপদেষ্ঠা মোঃ মাহাবুব ইসলাম, পশ্চিম ছাতনাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পশ্চিম ছাতনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর, ডিমলা সদর স্টান অটো মালিক চালক সমবায় সমিতির সভাপতি মোঃ মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদুর ইসলাম প্রমুখ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য কালে চালক মালিক সমবায় সমিতির সভাপতি জনাব আশরাফুল ইসলাম জুয়েল বলেন,ডিমলায় অটো বাইকচালকদের সাথে কেউ অশালীন আচরণ করলে, তাদের কাছে চাঁদা দাবী করলে তাদের বিন্দু পরিমান ছাড় দেয়া হবেনা। চাঁদা বাজদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে সকলের হস্তক্ষেপ কামনা করেন।
সকল অটোচালক দের প্রতি বন্ধু সুলভ আচরন করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করেন।