ড্রেসিংরুমে বাবর আজম বনাম শাহীনের লড়াই গুজব নাকি সত্যি

ড্রেসিংরুমে বাবর আজম বনাম শাহীনের লড়াই গুজব নাকি সত্যি?

Generic placeholder image
  

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ হেরে ফাইনাল থেকে ছিটকে গেছে পাকিস্তান দুই দলের কাছে বাঁচামরার ম্যাচ ছিল এটি এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তান ড্রেসিংরুমেও লড়াইয়ের  গুঞ্জন শোনা যায়

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, শ্রীলংকা ম্যাচের পর টিম মিটিংয়ে বিতণ্ডায় জড়িয়েছিলেন অধিনায়ক বাবর আজম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি যদিও ক্রিকেট পাকিস্তানকে দলের সিনিয়র এক ক্রিকেটার জানিয়েছেন, এমন কিছুই হয়নি

পাকিস্তান এবারের এশিয়া কাপে ছিল টপ ফেভারিট এশিয়া কাপের আগে তারা ছিল দুর্দান্ত ছন্দে এশিয়া কাপের আগে ওয়ানডেতে শ্রীলংকার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে - ব্যবধানে সিরিজ জয়ের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও হারিয়েছিল পাকিস্তান

এর পর এশিয়া কাপেও পাকিস্তানের শুরুটা হয় দারুণ নেপালকে ২৩৮ রানে হারানোর পরের ম্যাচে ভারতের মতো বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে বেশ ভুগিয়েছিলেন পাকিস্তানের বোলাররা যদিও বৃষ্টিতে সেই ম্যাচ ফলের মুখ দেখেনি এর পর বাংলাদেশকে ১৯৩ রানে গুটিয়ে দিয়ে সুপার ফোর শুরু করে পাকিস্তান তবে ভারতের বিপক্ষে ২২৮ রানের বড় ব্যবধানে হেরে যায় এর পর শ্রীলংকার বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও পাকিস্তান জিততে পারেনি

এর পরই ড্রেসিংরুমে বাবর আফ্রিদির বিতণ্ডার খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, ড্রেসিংরুমে অধিনায়ক বাবর বলেছেন, তার দলের খেলোয়াড়রা দায়িত্ব নিয়ে খেলছেন না

এর জবাবে নাকি আফ্রিদি বলেছেন, অন্তত যারা ভালো ব্যাটিং বোলিং করেছে, তাদের কৃতিত্ব দাও এর জবাবটা বাবর দিয়েছেন এভাবে, ‘আমি জানি কে ভালো পারফর্ম করেছে!

দুজনের এই বিতণ্ডা থামান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তান সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতের টাইমস অব ইন্ডিয়া হিন্দুস্তান টাইমসসহ আরও অনেক সংবাদমাধ্যম

তবে পুরো বিষয়টি অস্বীকার করে পাকিস্তানের এক সিনিয়র ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে ক্রিকেট পাকিস্তানকে বলেছেন, ‘টিম মিটিংয়ে সবাই তাদের চিন্তাভাবনা শেয়ার করে টিম মিটিংয়ে বাকবিতণ্ডা হয়েছে, এমন গুঞ্জনের কোনো সত্যতা নেই সবাই একসঙ্গে টিম মিটিং শেষ করেছে, অনেকে তো একই ফ্লাইটে পাকিস্তানে ফিরেছে

 

 

কমেন্ট As:

কমেন্ট (0)

VK