খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা- কে “ক” শ্রেণীর (ভূমিহীন ও গৃহহীন) মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী ও সাবিনা ইয়াসমিন, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমিন , তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম , ইউপি চেয়ারম্যান আফজালুল হক, ইদ্রিস উদ্দিন , রাসেল , পাইলট , কুমারেশ, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু প্রমুখ।
এছাড়াও বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।