খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে সাংস্কৃতিক ও অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সকালে তারাগঞ্জ উপজেলার ৭৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক পৃথক ভাবে ২৪ টি ইভেন্টে প্রতিযোগিতা অংশ নেয়।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে ওই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াছমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী-অভিভাবকেরা। পুরুষ্কার বিতরণ শেষে নৃত্য পরিবশন করা হয়।