খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই-বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফের সহযোগীতায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় নার্সিং সুপারভাইজার কাজল রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, বিশেষ অতিথি রংপুর বিভাগীয় সহকারি পরিচালক নার্স এএসএম মোস্তাফিজুর রহমান বকুল উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও কাজী ফিদা তাজকিয়া নোভা, শুভেচ্ছা বক্তব্য রাখেন পঞ্চানন বর্মণ, ইনডোর ইনচার্জ রোকেয়া আক্তার, ইমারজেন্সি ইনচার্জ মাইদুল ইসলাম, অটি ইনচার্জ রোজিনা বেগম, এনসিডি ইনচার্জ ও সঞ্চালনায় জয়নব আক্তার, প্রমুখ।