খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি বাজারে একরাতে সাত দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
বুধবার দিবাগত রাতে হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারের সাত দোকানে এমন চুরির ঘটনা ঘটে।
কাশিয়াবাড়ি বাজারের বেকারী ব্যবসায়ী মন্তাজ আলী বলেন, আমার দোকানে তালা ভেঙে ক্যাশে থাকা ২৯ হাজার টাকা ও মালামাল চোরেরা নিয়ে গেছে। এতে প্রায় ৮০ হাজার টাকার মত আমার ক্ষতি হয়েছে। পাশের আশরাফুল ইসলাম, মতিয়ার রহমান পাকার মাথা থেকে মেহেদি হাসান ও রুবেল মিয়ার দোকানের তালা ভেঙে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
পাকার মাথা এলাকার মুদি ব্যবসায়ী মেহেদি হাসান ও রুবেল মিয়া বলেন, হাড়িয়ারকুঠি ও সয়ার ইউনিয়নে আশঙ্কাজনক হারে দোকানে চুরির ঘটনা ঘটছে। তিনি পুলিশ প্রশাসন ও বাজারের সভাপতির কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।
হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।