শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যায় ১-০ ব্যবধানে। হারটা মেনে নিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ক্ষোভ ঝাড়েন দর্শকের ওপর।
ম্যাচ শেষে মাঠ থেকে বের হবার সময় সময় রোনাকদো রাগের মাথায় ফোন ভেঙে ফেলেন এক দর্শকের। এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। যদিও বিষয়টি বুঝতে পেরেছেন কাজটা তার ঠিক হয়নি। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে নেন রোনালদো।
ক্ষমা চেয়ে রোনালদো লেখেন, ‘আমি বিষয়টির জন্য ক্ষমা চাচ্ছি। এছাড়া যার সঙ্গে এমনটা হয়েছে তাকে ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানাই।’
গুডিসন পার্কে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে ২৭ মিনিটের মাথায় গোল করেন এভারটনের অ্যান্থনি গর্ডন। ১-০ তে পিছিয়ে যাবার পর অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ম্যানচেস্টার।
এভারটনের কাছে হেরে যাওয়ায় ৩১ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে ম্যানইউ। ৩০ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে এভারটন আছে ১৭তম অবস্থানে।