সেলিম সরদার, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে চলছে ঘর নির্মাণ। গত ১০ মার্চ, শুক্রবার দুপুর ১২ টায়, সরজমিনে গিয়ে দেখে যায়, নগরকান্দা উপজেলা সদর বাজারে একটি মাত্র পাবলিক টয়লেট রয়েছে, যা নগরকান্দা উপজেলার সদর বাজারের দোকানদার- ব্যবসায়ী ও নগরকান্দা উপজেলার সদর বাজারে আগত সকল জনসাধারণ দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসছে।
উক্ত পাবলিক টয়লেটের রাস্তায় ও বজ্য পঃয়নিষ্কাশনের জন্য ট্যাংকির চারপাশে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ। জানাযায় জিয়াউর রহমান নামে এক লোক পাবলিক টয়লেটের ট্যাংকির উপরে দোকান ঘর নির্মাণ করিয়াছে।
অন্যদিকে কোন প্রশাসনিক ব্যবস্থা অদ্যবধি গ্রহণ না করে মহিউদ্দিন খাঁন নামে এক ব্যাক্তি পাবলিক টয়লেটের সামনের রাস্তা ভেঙ্গে ইট আত্মাসাৎ করে দোকান ঘর নির্মাণ করিতেছে।এমতাবস্থায় জনসাধারণের পবলিক টয়লেটি ব্যবহারের জন্য চলাচলের কষ্টকর হয়ে পরেছে এবং পাবলিক টয়লেটির বজ্য ও পায় নিষ্কাশন করা দূর স্কারের উপক্রম হয়ে পরেছে।
পাবলিক টয়লেটের সামনের রাস্তার ইট তুলে ঘর নির্মাণের বিষয়ে মহিউদ্দিন খাঁনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এই প্রতিবেদকে বলেন আমি টিনের চাল দিয়ে সুইপারদের বসার জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছি।