মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন । ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর আয়োজন এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা হচ্ছে।
০৯ মার্চ ( বুধবার) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। শফিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন আপনারা সমাজের সম্মানিত, সর্বজনগ্রাহ্য ও নেতৃস্থানীয় ব্যক্তি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং সামাজিক অসংগতির কুফল বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়া জনগনকে অবহিতকরন করতে পারেন। ধর্মীয় অনুশাসনের আলোকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারেন।
এর মাধ্যমে যুবসমাজকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উপযুক্ত প্রয়োগে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।