স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। এসময় ইমা নামে একজন মহিলা গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৫) মার্চ সকাল সাড়ে সাতটায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ সজল ভুইয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে সিএনজি চালক আইনউদ্দিন (৩৫), সিদ্দিক মিয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র কাইয়ুম (১৮), দক্ষিণ মির্জানগর গ্রামের জালাল মিয়ার ছেলে মনির মিয়া (৩৫), বাহেরচর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে আবদুর রউফ (৬২)। আহত ইমা (১৮) শিবপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে সাতটার সময় নরসিংদী থেকে রায়পুরা গামী পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে হাসনাবাদ সজল ভুইয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এসময় ইমা নামে একজন মহিলা আহত হয়।
রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন মারা যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, রায়পুরা-নরসিংদী আরশীনগর সড়কটি একটি ব্যস্ততম সড়ক। এ সড়কে বিশেষ করে সিএনজি চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন সচেতন মহল।