মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া,নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ সম্পন্ন।
সোমবার(২৫ এপ্রিল) ব্রাহ্মন্ধী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল হতে বিকেল পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো: আবদুল্লাহ আল জাকী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
ব্রাহ্মন্ধী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কারপূর্ব আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিজয়ী শিক্ষার্থী মো: শাওন মিয়া, জনতা আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থী মাইশা জান্নাত ও সরকারী আদিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রহিমা আক্তার।
ব্রাহ্মন্দী গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক আক্তার জাহান পপির সঞ্চালনায় তিন স্তরে পাঁচটি বিষয়ে ১৫ জন প্রথম স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার ও প্রাইজ মানি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। পুরস্কার প্রাপ্ত বিজয়ীরা হলো গণিত ও কম্পিউটার বিষয়ে ৬ষ্ঠ – ৮ম পর্যায়ে কনীনিকা দাস, ৯ম – ১০ম পর্যায়ে মায়িশা অতকিয়া এবং একাদশ- দ্বাদশ পর্যায়ের তীর্থ মনন দাস।
ভাষা ও সাহিত্য বিষয়ে ৬ষ্ঠ – অষ্টম পর্যায়ে রাইসা রশিদ, ৯ম- ১০ম পর্যায়ের মাইশা খান এবং একাদশ- থেকে দ্বাদশ পর্যায়ের তাওসিফ। দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান বিষয়ে ৬ষ্ঠ – ৮ম পর্যায়ে ইসতিয়াক আহমেদ, ৯ম -১০ম পর্যায়ে মাহফুজুর রহমান (আরিফ), এবং একাদশ- দ্বাদশ পর্যায়ে হোমায়রা মুরশিদ আদিবা। বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ৬ষ্ঠ -৮ম পর্যায়ে তাহসিনা হক প্রাপ্তি, ৯ম – ১০ম পর্যায়ে তাসিনিয়া জামান মুফিজ এবং একাদশ – দ্বাদশ পর্যায়ে রোহেনা আক্তার। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (শুধুমাত্র প্রতিবন্ধী/অটিস্টিক শিক্ষার্থীদের জন্য) ৬ষ্ঠ -৮ম পর্যায়ে মো: শাওন মিয়া, ৯ম – ১০ম পর্যায়ে অনিক হরিজন এবং একাদশ- দ্বাদশ পর্যায়ে নূরজাহান আক্তার নূহা।