মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় শুরু থেকে এখনো বসবাস। সাপখেলা দেখানো, কবিরাজি করা, তাবিজ-কবজ বিক্রি করেই চলে তাদের জীবন সংসার। তিন শতাধিক বেঁধে পরিবার স্থায়ী আশ্রয়ের প্রত্যাশী। দিন দিন তাদের এ ধরনের কাজের চাহিদা হ্রাস পাওয়ায় পরিবারের পুরুষদের মধ্যে অনেকেই এখন মাছ ধরার পেশায় ধাবিত হয়। আবার অনেকেই পেশা পরিবর্তন করে অন্যান্য কাজে নিয়োজিত হচ্ছে। বেদে সম্প্রদায়ের লোকজন শুরু থেকেই ঘোড়াশাল এলাকার মরহুম ডা. নজরুল ইসলামের জায়গায় বসবাস করে আসছেন। পরিবার বৃদ্ধি পাওয়ায় তাদের কিছু লোকজন ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীতে নৌকায় ভাসমান আবার কেউ নদী পাড়ে ঝুপরি ঘরে বসবাস করে আসছে। আবার সম্প্রতি তাদের কয়েকজন কিছু অর্থ খরচ করে পাশেই একটা জায়গা ক্রয় করে তাতে ঘর তৈরী করে সম্মিলিতভাবে বসবাস শুরু করে।
এই ঝুপড়ি ঘরে বসবাস করেন ইয়াজউদ্দিন নামে এক বৃদ্ধ। তিনি বলেন, শত বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। এখানে ভোটারও হয়েছেন। দেশের প্রচলিত সকল নির্বাচনে ভোটও দিচ্ছেন। তাতে প্রতিনিধিও নির্বাচিত হচ্ছে। কিন্তু আমাদের এই সম্প্রদায়ের কোনো পরিবর্তন হয়নি।
ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, ঘোড়াশাল প্রতিষ্ঠার শুরু থেকে বেদে সম্প্রদায়ের একটা ভূমিকা রয়েছে। তারা সত্যিকার অর্থে সমাজের সবথেকে অসহায় শ্রেণির প্রতিনিধিত্ব করছে। বেদে সম্প্রদায়ের জন্য একটি স্থানে বসবাসের ব্যবস্থা করার প্রয়োজনীয় চেষ্টা চালাচ্ছেন বলে জানান পৌর মেয়র।