মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ জন। পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালঘাটা বাজার এলাকায় শুক্রবার (২০মে) বিকেল ৪টা ৩০ মিনিটে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে একজন নিহত অপরজন গুরুতর আহত হয়েছে । দুর্ঘটনার পরে এলাকার লোকজন পলাশ থানায় খবর দিলে পলাশ থানা এসআই শাহ আলম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
এ বিষয় পলাশ থানা এসআই শাহ আলম বলেন, ঝালঘাটা বাজারে বিকেলে দুর্ঘটনা ঘটে আমরা একটি ফোন পাই দুর্ঘটনার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি, কাভার্ড ভ্যান এর চালক গাড়ী ফেলে পালিয়ে যায় পরে আমরা ঘাতক গাড়ীটি আটক করে পলাশ থানায় নিয়ে আসছি। এ বিষয় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
মৃত আনন্দ হোসেন(১৭) পলাশ উপজেলার কেন্দুয়াব এলাকার আনোয়ার হোসেন এর ছেলে। অপরদিকে আহত নাহিদ গাজী এর বাড়ি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নে।