মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে বিশেষ অভিযানে তিন ছিনতাইকারী গ্রেফতার। বুধবার গভীর রাতে পলাশ থানার এসআই শাহ আলম ও এসআই আরিফ খান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা ও ছিনতাই করা একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল উদ্ধার সহ তাদের গ্রেফতার করেন।
এ বিষয় পলাশ থানার এসআই শাহ আলম বলেন, এক ভুক্তভোগী পলাশ থানায় এসে অভিযোগ করেন তার মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেছে এই অভিযোগের পর আমরা অভিযানে নামি বিশেষ অভিযানের মাধ্যমে তিন ছিনতাইকারীকে তিন জায়গা থেকে গ্রেফতার করি,সেই সময় তাদের কাছ থেকে (৫২) হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।
প্রথম আসামি নাহিদ হাসান(১৭) পলাশ উপজেলার ছোট রামপুর এলাকার নাজমুল এর ছেলে, দ্বিতীয় আসামি, শফিকুল ইসলাম (২৫) শিবপুর উপজেলার মুনসেফেরচর (কাঠালতলা এলাকার গোলজার হোসেন এর ছেলে, তৃতীয় আসামি, রিফাত ইসলাম (১৮) একই এলাকার নজরুল ইসলাম এর ছেলে, আটককৃত আসামিদের বিরুদ্ধে, পলাশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।