মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি; নরসিংদীর পলাশে জাতীয় দৈনিক পত্রিকা যায়যায়দিন এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ।
এ উপলক্ষে সোমবার (০৬ জুন) সকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পলাশের উদ্যোগে উপজেলার ঘোড়াশাল পৌরসভার পোষ্ট অফিস রোডে র্যালি বের করা হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা পত্রিকাটি দেশ ও জনগনের কল্যাণে বিগত বছরের মতো আগামী অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনার পর কেক কেটে ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল হকসহ পলাশ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।