মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের পরও তীব্র লোড শেডিংয়ে থমকে যাচ্ছে মানুষের স্বাভাবিক কাজ-কর্ম। টানা কয়েকদিনের লোডশেডিং-এর কারণে শিল্প প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, দোকান, মার্কেট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভ্যাপসা গরমের সঙ্গে তীব্র লোডশেডিংয়ের কারণে অসহনীয় হয়ে উঠে জনজীবন। এ নিয়ে চরম ক্ষোভ তৈরি হয় পলাশবাসীর মাঝে। বিষয়টি বিবেচনা করে উপজেলা প্রশাসন লোডশেডিং বন্ধে জরুরি ভিত্তিতে একটি আলোচনা সভা ডাকে।
বুধবার ( ২৭ এপ্রিল) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার,পলাশ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সোহেল পারভেজ, ঘোড়াশাল পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আঞ্চলিক ডিজিএম আকবর হোসেন,পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোঃ আমীর হোসাইন গাজী, গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
আলোচনা সভায় ঘোড়াশাল পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আঞ্চলিক ডিজিএম আকবর হোসেন বলেন, নতুন আরেকটি ৭৫ মেগাওয়াটের পাওয়ার ট্রান্সফরমার বসানোর ওয়ার্ক অর্ডার হয়েছে। এটি দুই একদিনের মধ্যে বসানো কমপ্লিট হলেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ করা সম্ভব হবে। তাই আশা করছে আগামী দুই তিন দিন পর থেকে বিদ্যুতের আর কোনো লোডশেডিং হবে না।