মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার। বয়স আনুমানিক ১৪ বছর।
নিহত কিশোরের শরীরে কালো রঙের প্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট। শনিবার (২৮ মে) সকাল পৌনে নয়টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী জানান আন্তনগর তূর্ণা-নিশিথা এক্সপ্রেস ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিশোরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।