মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার সজল ভূইযাঁর ফিলিং স্টেশন উত্তর পাশে রেললাইনের পাশে ঝোপ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানায়,আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার রেললাইনের পাশে ঝোপে মরদেহ দেখতে পেয়ে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ট্রেনে কাটা পড়ে নয়, কেউ মেরে এখানে মরদেহ ফেলে চলে গেছে এমন ধারণা এলাকাবাসীর।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মোকদ্দম জানান,ওই নারী কীভাবে মারা গেছেন বিষয়টি এখনো অস্পষ্ট। ইতিমধ্যে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহটিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।