মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর শিবপুরে ৫০০ জন প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা। শিবপুর উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাইজুলের নিজস্ব অর্থায়ান থেকে অসচ্ছল ৫০০ প্রতিবন্ধীদের মাঝে নগদ এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে শিবপুর উপজেলা যুবলীগের কার্যালয়ে এ অর্থ সহায়তা বিতরণ করেন তিনি। শিবপুর পৌর কমিশনার বাদল মিয়ার সভাপতিত্বে অর্থ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম আহমেদ হিরন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল, নরসিংদী ডিপিওডি এর পরিচালক শেখ সানাউল্লাহ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভুইয়া প্রমুখ। এমন মানবিক কাজকে সাধুবাদ জানান উপস্থিত সকলে।আর্থিক সহায়তা পেয়ে প্রতিবন্ধীরা খুশি বলে জানান।