মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) দিবাগত রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর গ্রামে এই ঘটনা ঘটে।পুরুষাঙ্গ কেটে দেয়া ওই স্বামীর নাম আরিফ মিয়া (২৮)। অভিযুক্ত স্ত্রীর নাম মুক্তা বেগম। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্বামী আরিফ পেশায় একজন প্রাইভেটকারের চালক।
স্থানীয়রা জানায়, মনোহরদী উপজেলার বাসিন্দা আরিফ মিয়া স্ত্রী মুক্তা বেগমকে নিয়ে শিবপুরের মুন্সেফেরচর গ্রামে ভাড়া থাকতেন। এরমধ্যে, আরিফ এর দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে সম্প্রতি স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ বাধে। মঙ্গলবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো কোনো বস্তু দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কাটেন স্ত্রী । পরে স্বামী টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়। পরে মঙ্গলবার ভোরে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগে এনে তার চিকিৎসা করানো হয় ।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, আমরা খবর পাওয়ার পরে রাতেই ভুক্তভোগীর স্ত্রী অভিযুক্ত মুক্তা বেগমকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি আরিফ এর দ্বিতীয় বিয়ের একটা গুঞ্জন আছে আবার স্ত্রীর কোন খোঁজ রাখতো না। যার কারণে স্ত্রী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা এ ব্যাপারে তদন্ত করছি, তদন্তে পর প্রকৃত কারণ বলা যাবে। । আর এব্যাপারে ভুক্তভোগীর পরিবারের কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি।