গোলাম সারওয়ার সজলঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাভারে পালিত হয়েছে উপ-মহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।
এর আগে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ। পরে উপজেলার হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।
এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব আহমেদ, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক ফিরোজ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, যুগ্ম সাধারণ রিদওয়ান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়াসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।