নাঈম শেখ নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে পাগলা কুকুরের কামড়ে অনেক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহে কুকুরের কামড়ে ৯ জন আহত হয়েছেন। সেখানে সর্বত্র এখন কুকুর আতঙ্ক বিরাজ করছে।
এসব পাগলা কুকুর নিধনে স্থানীয় কোনো উদ্যোগ না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বীরকামট খালী গ্রামে রাস্তাঘাটে, হাট-বাজারে এবং বাড়িতে একের পর এক মানুষকে পাগলা কুকুর কামড় দেয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
কুকুরের কামড়ে আহতরা হচ্ছেন- বীরকামট খালী গ্রামের ইদ্রিস আলী ফকির(৫০),শাহাব উদ্দিন(৪৫),শাহজাহান (৫০), আবুল মনসুর(৩০), নজরুল ইসলাম (৫৫), কিতাব আলী(৫৪), হাশেম(৭০), আনিস মিয়া(৬৫), আমেনা খাতুন (৮০)।
কুকুরের কামড়ে আহত শাহজাহান বলেন, কুকুরে কামড়ের পর তিনি ময়মনসিংহের এসকে হাসপাতাল থেকে ভ্যাকসিন নিচ্ছেন।
স্থানীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক বলেন, পাগলা কুকুরের কামড়ে অনেকেই আহত হয়েছেন। আমরা চেষ্টা করছি কুকুরকে মেরে ফেলতে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তি হাসপাতালে আসলে আমরা প্রেসক্রিপশন করে দিলে কিশোরগঞ্জ থেকে বিনামূল্যে ভেকসিন নিতে পারবেন। সেখান থেকে এই সেবা নিতে পরামর্শ দেন তিনি।