মাজেদ ভুঁইয়া সোনারগাঁ প্রতিনিধি: ২৭ জুন সোমবার বিকেলে মেঘনা নদীর উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর ফ্রেশ সুগার মিল এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো মেঘনা নদী এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে মালেয়শিয়া প্রবাসী নুরে আলমের সাথে শুক্রবার মেঘনা থানার আবুল কাসেমের মেয়ে শারমিন আক্তারের আনুষ্ঠানিক বিয়ে সম্পূর্ণ হয়। সোমবার বরের আত্মীয় স্বজনসহ ৩০/৩৫ জনের একটি দল কনের বাপের বাড়িতে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিকেলে নৌপথে মেঘনা নদীতে ট্রলারযোগে আসার পথে উপজেলার মেঘনা প্রতাবেরচর ফ্রেশ সুগার মিল এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাতদল পিস্তল, চাপাতি ও লোহার রড নিয়ে ওই ট্রলারে হামলা চালায়। এ সময় ট্রলারে থাকা লোকজনকে এলোপাথাড়ীভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
আহতরা হলেন নুরে আলম, আব্দুল বাতেন, জুবায়ের, হাফেজ আহম্মদ, আবু ছালেহ, শাহপরান, সেলিম, বিল্লাল, নাছরিন, নুরজাহান, খোদেজাসহ আরো অনেকে। পরে ডাকাতদল ট্রলারে থাকা বর-কনেবাহী ট্রলারের লোকজনদের কাছে থাকা স্বর্ণালংকার, নগদ ১লাখ টাকা, মোবাইল সেটসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মাদ হাফিজুর রহমান জানান, ডাকাতি ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।