আন্তর্জাতিক ডেস্ক
নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন সুপারমডেল কেট মসের সৎবোন লটি মস। নিঃসংকোচে স্বীকার করেছেন নিজের যৌন জীবনের কাহিনী। বর্ণনা করেছেন প্রতিদিনের গল্প। পশ্চিমা দুনিয়ায় সেলিব্রেটিরা এই জীবনকে প্রাধান্য দেন, অবলীলায় তা স্বীকারও করেন। তাদের ব্যতিক্রম নন লটি মস। তার জন্ম ১৯৯৮ সালের ৯ই জানুয়ারি। নাম চার্লোটি মস। কিন্তু পেশাগত জীবনে তিনি লটি মস নামেই বেশি পরিচিত। তিনি বৃটিশ ফ্যাশন মডেল। প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটে তিনি ভীষণ জনপ্রিয়।
লটি মস নিজেই নিজেকে পরিচিত করেছেন এক্স-রেটেড ছবি ও ভিডিও প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটে পোস্ট করে। সেখানে প্রোফাইলে ঘোষণা দিয়েছেন, ওই প্লাটফরমে তিনি নিজেকে নিয়ে গর্বিত। লটি মস লিখেছেন, এই প্লাটফরমে নিজেকে নিয়ে আমি খুব গর্বিত। যদি আপনারা চান, তাহলে আমি পুরো নগ্নও হতে পারি।
২০২১ সালে ‘দ্য ভ্যাম্পস’-এর সদস্য ত্রিস্তান ইভান্সের সঙ্গে চুটিয়ে ডেটিং মেরেছেন লটি মস। নিজেই বলেছেন, এ সময় তাদের মধ্যে অত্যন্ত ইতিবাচক যৌন সম্পর্ক ছিল। তিনি যৌনতাকে বর্ণনা করেছেন এভাবে যে, সবাই যেমনটা করেন প্রতিটি সকালে, আমাদের সম্পর্ক তেমনই ছিল। তিনি লন্ডনের দ্য সানকে বলেছেন, অন্যদের মধ্যে প্রতিটি সকালেই আমাদের সম্পর্ক হতো। এটা একটা ইতিবাচক দিক। কিন্তু এই যুগলের ডেটিং টিকে ছিল মাত্র চার মাস। লটি মস স্বীকার করেছেন, তা সত্ত্বেও তাদের মধ্যে ছিল ‘রিয়েল কেমিস্ট্রি’।
গার্লফ্রেন্ড অ্যানি-সোফি ফ্লুরির সঙ্গে উপস্থাপক রোমান কেম্পের বিচ্ছেদের মাত্র কয়েক সপ্তাহ পরে ২০২০ সালে লন্ডনের সোহো হাউজে এক রাতে তার সঙ্গে দেখা যায় লটি মসকে। এ সম্পর্কে তারা বিস্তারিত জানিয়েছেন। বলেছেন, রোমান সব সময় মনে করতেন যে, লটি মস খুবই সুন্দরী। বার বার তাকে বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতেন। বন্ধুরা বলেন, তাদের মধ্যে মজাদার সম্পর্ক গড়ে উঠেছিল। ডেটিং ছিল অবর্ণনীয়।
লন্ডনের টাপি নাইটক্লাবের এক টয়লেটে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় লটি মস এবং অ্যালেক্স মিটনকে। এ খবর চলে যায় টেপি বসের কানে। তারা গিয়ে তাদেরকে সেখানে আলিঙ্গনাবস্থায় দেখতে পান। কল হার ড্যাডি পোডকাস্টে লটি মস তার যৌন জীবনের একটি অধ্যায় শেয়ার করেছেন। বলেছেন, তিনি অনেক সময় একাধিক যৌনসঙ্গীকে একসঙ্গে নিয়ে আবদ্ধ হন। এ নিয়ে যেসব স্বীকারোক্তি দিয়েছেন তিনি, তা এখানে উল্লেখ করার মতো নয়।
ব্রুকলিন বেকহ্যাম বর্তমানে বিয়ে করেছেন অভিনেত্রী নিকোলা পেলটজকে। কিন্তু সেই বেকহ্যামের সঙ্গে গোপন অভিসারে গিয়েছিলেন লটি মস। তাদের মধ্যে অনেক বছর ধরে বন্ধুত্ব ছিল। এতে সন্তুষ্ট ছিলেন না ব্রুকলিন বেকহ্যামের পিতা-মাতা ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম। একে বিব্রতকর বলে বর্ণনা করেছেন একটি সূত্র।
প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ৬০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন লটি মস। তাতে নিজে হয়েছেন টপলেস। বলেছেন, কয়েক শত পুরুষকে শয্যাসঙ্গী করেছেন তিনি।