সোহেল খান দূর্জয় নেত্রকোণা প্রতিনিধি : বাংলাদেশের মানচিত্রে আলোকিত এক নাম স্বপ্নের পদ্মা সেতু (২৫ জুন) প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন। এই স্বপ্ন যাত্রায় সামিল হতে নেত্রকোণায় এক সাথে জন্ম নেওয়া জমজ তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন পদ্মা সেতু। এই তিন শিশু ইতিহাসের স্বপ্ন যাত্রায় সাক্ষী হয়ে রইল। নেত্রকোণায় একই সাথে তিন শিশুর জন্ম দিয়েছেন এক মা সামিল হয়েছেন স্বপ্ন যাত্রায়। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে পৌর শহরের মোক্তারপাড়া সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের এই তিন শিশু জন্ম নেয়।
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের পদ্মা সেতুর নামকরনে নবজাতকদের নাম রাখা হয়েছে-স্বপ্ন,পদ্মা ও সেতু।
সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন শিশুর প্রসব করান। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক।
শহরের সেন্ট্রাল প্রাইভেট হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামের প্রসূতি রুমেনা আক্তার হাসি বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি হন।
হাসির স্বামী শেখ সাদী জানান, বিগত পাঁচ বছর পূর্বে তাদের বিয়ে হয়। তারা স্থায়ীভাবে মোহনগঞ্জ পৌর শহরে বসবাস করেন। এর আগে তাদের কোনো সন্তান হয়নি। এখন একই সাথে তিন সন্তান জন্ম হয়েছে। এতে অত্যান্ত খুশি এই দম্পতি।
হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা বলেন, ‘তিন নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। কোনো সমস্যা নেই। শিশুরা স্বাভাবিকভাবেই মায়ের বুকের দুধ খাচ্ছে।
এর আগে নারায়ণগঞ্জে তিন সন্তানের জন্ম দেন এক নারী। ওই দম্পতি শখ করে তাদের সন্তানের নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু। বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবজাতকদের শুভেচ্ছা জানান।