আবু তোহা শাহীন,কুমারখালী প্রতিনিধিঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে কুমারখালী বাসস্ট্যান্ডের গোলচক্কর ঘুরে বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শেষ হয়। এসময় পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বেলুন উড়ানো ও আতস বাজি ফোটানো হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ কুমারখালী উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রায় কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, পৌরমেয়র মো. সামসুজ্জামান অরুণ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।