চয়ন আহমেদ কুষ্টিয়া প্রতিনিধিঃ দেশের অহংকার, বিশ্বের বিস্ময় পদ্মা সেতুর উদ্বোধন হলো আজ। এ উপলক্ষে পদ্মা সেতুর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে নদীর দু’পাড়ের মানুষ। মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
এরপর মাওয়া পয়েন্ট থেকে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও দ্বিতীয় ম্যুরালের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন শেখ হাসিনা। এ উপলক্ষে কুষ্টিয়াতেও আনন্দ উল্লাশ প্রকাশ করেছে মানুষ। সকাল থেকে বিভিন্ন এলাকা হতে আনন্দ র্যালী নিয়ে মানুষ জেলা কালেক্টরেট চত্তরে উৎসবে যোগ দেন। সেখানে বড় পর্দায় সরাসরি পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখানো হয়।
বেলা সাড়ে ১১টার দিকে সেখানে নানা রঙের পোশাকে কয়েক হাজার মানুষ উপস্থিত হোন। দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ সেই উৎসবে জড়ো হন। ঢোল টগর, ব্যান্ড পার্টির তালে তালে বিভিন্ন ব্যানারে মানুষ নেচে গেয়ে আনন্দ উল্লাশ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.সাইদুল ইসলাম,পুলিশ সুপার খাইরুল আলম ,পৌরসভার মেয়র আনোয়ার আলীসহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থী ও জেলা আওয়ামী লীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।