শাহাদাৎ হোসেন ইমরান:
অনলাইন প্লাটফর্মে লাইভ পর্ণ ভিডিও স্ট্রীমিং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারকারী চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ।
গতকাল বৃহহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব জানান, ডিএমপির সিটিটিসি’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, বুধবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,আবু মুসা ইমরান আহমেদ সানি, মোঃ আবু শামা (৪১), ফাতেমা আক্তার (২৪), শায়লা আক্তার (৩৪), শাহ আরমান (২৭) এবং মোঃ সেলিম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ১১ টি মোবাইল ফোন,১৭ টি সিম কার্ড,২ টি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেকবইসহ ডেভিট কার্ড-ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান বলেন, অনলাইন প্লাটফর্মে অশ্লীলতা ও পর্ণ সাইট একের পর এক বন্ধ করা হলেও সাইবার অপরাধীরারা নিত্য নতুন কৌশলের মাধ্যমে তাদের অপরাধ কার্যক্রম চলমান রেখেছে। বাংলাদেশে নব্য পর্ণ ব্যবসা কৌশল হিসেবে অনলাইন প্লাটফর্মে লাইভ পর্ণ ভিডিও স্ট্রীমিং পরিচালনা করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে অবৈধভাবে পাচার করে আসছে। অনলাইন প্লাটফর্মে অপরাধ প্রবনতা নিরসনে কাউন্টার টেরোরিজম এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ নিয়মিত সাইবার পেট্রোলিং এর মাধ্যমে একটি আন্তর্জাতিক ভিডিও লাইভ প্লাটফর্ম ” টপ ক্লাস এন্টারটেইটমেন্ট” এর মোবাইল এপ্লিকেশন “ড্রিম লইভ” এর অনৈতিক কর্মকান্ড সম্পর্কে জানতে পেরে ব্যাপক অনুসন্ধান করে অনলাইন মোবাইল এপ্লিকেশন সাইটটির মূলহোতা আবু মুসা ইমরান আহমেদ সানি ও তার সহযোগীদের সনাক্ত করা হয়। গ্রেফতারকৃত আবু মুসা ইমরান আহমেদ সানি সারা বাংলাদেশে ১২০ টির অধিক এজিন্সির মাধ্যমে ভিডিও লাইভ স্ট্রীমিং সাইটটি পরিচালনা করে। সানি ও তার অন্যান্য সহযোগীদের সহায়তায় বাংলাদেশে অননুমোদিত ভার্চুয়াল ডায়মন্ড ও ভার্চুয়াল গেম কয়েন অবৈধ ই-ট্রানজেকশন্ এর মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।
তিনি আরও জানান, সানির ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এ্যাকাউন্ট স্ট্যাটমেন্ট পর্যালোচনায় গত ৩ মাসে প্রায় ৩০ কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত আবু মুসা ইমরান আহমেদ সানি ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পরের যোগসাজসে অনলাইন প্লাটফর্মে লাইভ পর্ণ ভিডিও স্ট্রীমিং সাইট পরিচালনা করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ ও বিদেশে অবৈধভাবে পাচার করার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপি’র রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।