পিরোজপুর প্রতিনিধি: কোভিড-১৯ মহামারিতে পিরোজপুর জেলার ক্ষতিগ্রস্থ ৪শ’ পরিবাররের মধ্যে অস্ট্রিলিয়াল রেড ক্রিসেন্ট সোসাইটি ১৮ লক্ষ টাকার নগদ আর্থিক সহায়তা বিতরন কর্মসূচী শুরু করেছে।
শনিবার সকালে জেলার ইন্দুরকানী উপজেলার শংকরপাশা ও পাড়েরহাট ইউনিয়নের ২০৪ টি অসহায়, দুস্থ্য ও কর্মহীন পরিবারের প্রতিটিতে ৪ হাজার ৫শ’ টাকা করে এই নগদ অর্থ বিতরন করা হচ্ছে।
এসময় রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ শাহ আলম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, জেলা রেড ক্রিসেন্টের সহকারি পরিচালক ইকবাল মাসুদ ও শুভদ্বিপ সিকদার শুভসহ রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।