পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ‘কৃষকের অ্যাপ’ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
‘কৃষকের অ্যাপ’ ব্যবহার করে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সোমবার বিকেলে শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক, জেলা খাদ্য কর্মকর্তা শেখ মশিউর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা হাফিজুর রহমান ও আমিরুল ইসলাম প্রমুখ। পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানী, কাউখালী, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলায় সর্বমোট ধান ৪৫১৮ এবং সিদ্ধ চাল ৩৫৮০ মে.টন সংগ্রহ করা হবে। ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত পরিমাণ ধান ও চাল সংগ্রহের লক্ষ্য রয়েছে, যা ধান প্রতি কেজি ২৭ টাকা এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৪০ টাকা।
কৃষক নিবন্ধন রয়েছেন পিরোজপুর সদর উপজেলায় ১১৩১ জন, নাজিরপুর ৩৯৩১ জন এবং নেছারাবাদ ২০৮ জন।
বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা টেকসই করতে কৃষকের উৎপাদিত ধান সংগ্রহ, মজুত নির্বিঘ্ধসঢ়;ন উপায়ে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সম্পাদন করতে সরকার ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। এতে একদিকে যেমন সেবা সহজীকরণ সম্ভব হবে, তেমনি অপরদিকে কৃষকদের ভোগান্তিদূর হবে।