পিরোজপুর প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ি ও ভূমি হস্তান্তর এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনে মানবিকও উদ্বোধন করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার বাংলাদেশ পুলিশের জাতীয় কর্মসূচী অংশ হিসেবে পিরোজপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলার ৭টি উপজেলায় জেলা পুলিশ বিভাগের মাধ্যমে অসহায়, দুস্থ্য ও গৃহহীন মানুষদের মধ্যে প্রতিটি উপজেলায় একটি করে মোট ৭টি ঘর নির্মান করে দেয়ার কমৃসূচী গ্রহন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান ও পৌরসভার মেয়র হাবিবুর রহমান মমালেক সহ সাংবাদিক, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের বিভিন্ন এলাকায় উপকার ভোগীদেও সঙ্গে কথা বলেন এবং তাদেও অনূভুতি শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।