পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল অনূর্ধ-১৭ টূর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে এসময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা ইউএনও বশির আহমেদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ ও গোলাম মাওলা নকীব উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় ভান্ডারিয়া উপজেলা বালক দল নেছারাবাদ বালক উপজেলা দলের মুখোমুখি হয়। খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ফুটবল দর্শক মাঠে উপস্থিত ছিলেন।