পিরোজপুর প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার সকাল ৫:৫৫ মি. সময় দিকে শহরের ভাগীরথি চত্বর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং স্যলুট প্রদর্শন করেন পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বিচার বিভাগ, অতিরিক্ত জেলা প্রশাসকদ্বয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের
কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন। জেলায় অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, মসজিদ, মন্দির ও উপসনালয় দোয়া-প্রার্থনা, জেলখানা, হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার বিতরন ও আলোকসজ্জা অন্তর্ভূক্ত ছিল।