পিরোজপুর প্রতিনিধি: জেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গনহত্যা ও ভয়াল কাল রাত পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের হল রুমে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক আব্দুল কাদের, জেলা পরিষদ নির্বাহী রেবেকা খান, প্রফেসর সৈয়দ আলী আজম, প্রফেসর তৌহিদুল ইসলাম, ডা. ফরিদা ইয়াসমিন, জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, গৌতম রায় চৌধুরি ও ফজলুর হক সেন্টু, মনিরুজ্জামান নাছিম, ফারুক আবদুল্লাহ, রেজাউর করিম মন্টু সিকদার, মাকসুদুর ইসলাম লিটন।
এর আগে ২৫ মার্চ কাল রাতে পাক সেনাদের হাতে নির্মমভাবে নিহতদের স্মরনে এক মিনিটি দাড়িয়ে নীরবতা পালন করা হয়।