পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সন্তান হত্যার বিচারের দাবি নিয়ে রাস্তায় মানব বন্ধন করেছেন নিহতের বাবা-মা-পরিবার ও এলাকাবাসী। শুক্রবার (১০ জুন) বেলা ১২টায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, নিহত রুম্মান হোসেনের পিতা রফিকুল ইসলাম ফকির, মা রেকসোনা ফকির, ভাই লিমন ফকির, শাশুরি লাইলী বেগম, চাচা শহিদুল ইসলাম ফকির, ইউপি সদস্য হাসান হাওলাদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, নিহত রুমানকে ডিভাইন গ্রুপে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার খালাত ভাই ও তাদের সহযোগীরা। এরপর অর্থিক ও পারিবারিক সামান্য কিছু বিষয় নিয়ে তার কর্মস্থলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। তবে এ ঘটনায় যশোর জেলার চৌগাছা থানায় মামলা না নেয়া এবং হত্যাটি আত্মহত্যা হওয়ায় সুষ্ঠু বিচার না পাওয়ার দাবি পরিবারের।