পিরোজপুর প্রতিনিধি: স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান আসামীর উপস্থিতিতে সোমবার দুপুরে এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লক্ষ টাকা জরিমানা করেন যা আদায় করে নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দেন বিচারক।
সাজাপ্রাপ্ত মোঃ কামাল হাওলাদার (৪৫) জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের আঃ রশিদ হাওলাদার এর ছেলে। আদালাত সূত্রে জানা গেছে, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২২ জুলাই নিজ বাড়িতে শ্বাসরোধে নিজের স্ত্রী শাহীনুর বেগমকে হত্যা করে কামাল।
এ ঘটনায় ওই দিন নিহতের মামা মোঃ ছগির শরীফ বাদী হয়ে কামাল সহ তার ৬ স্বজনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এমামলার দীর্ঘ শুনানী শেষে আসামীর উপস্থিতিতে বিচারক উপরোক্ত রায় ঘোষনা করেণ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইবুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা এবং আসামী পক্ষে অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল মামলা পরিচালনা করেণ।