রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু মঙ্গলবার জানিয়েছেন, ইউক্রেনে প্রথম ধাপের অভিযান সফলভাবে শেষ করেছে রাশিয়া। এখন প্রধান লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ দেবেন তারা।
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু জানিয়েছেন, রাশিয়ার প্রধান লক্ষ্য হলো ডনবাসের লুহানেস্ক ও দোনেস্ককে স্বাধীন করা।
এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রধান লক্ষ্যের প্রথম ধাপের অভিযান সফলভাবে শেষ হয়েছে। এর ফলে আমরা এখন আমাদের প্রধান লক্ষ্য ডনবাসকে স্বাধীন করার দিকে মনোযোগ দিতে পারব।
রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেছেন, রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের সেনা, নৌ ও বিমান বাহিনীর ক্ষমতা অনেক হ্রাস পেয়েছে।
এ ব্যাপারে সের্গেই সোইগু বলেন, ইউক্রেনের বাহিনীগুলোর যুদ্ধ করার ক্ষমতা অনেকটাই কমে গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে, নৌবাহিনী অস্তিত্ব সংকটে আছে। সব দিক দিয়ে অনেক ক্ষতির স্বীকার হয়েছে ইউক্রেন।
তবে রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে তাদের সামরিক অভিযান অব্যহত থাকবে।
সূত্র: বিবিসি, আল জাজিরা