হরিণাকুন্ডু থেকে শিশির পারভেজ প্রতিনিধিঃ সাভারের অধ্যক্ষ উৎপল কুমার সরকারের উপর অতর্কিত হামলা ও নির্মম ভাবে হত্যা এবং নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চিত করা সহ বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের পতিবাদে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা দোয়েল চত্ত্বর মোড়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ) আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা আনুষ্ঠানি ভাবে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জুন)১১ টায় হরিনাকুন্ডুর দোয়েল চত্ত্বর মোড়ে এই মানববন্ধন করা হয়।এতে যোগ দেন বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী।
এর আগে গত শনিবার ( ২৫ জুন) দুপুর ২ টার দিকে আশরাফুল ইসলাম জিতু(১৬) নামের এক শিক্ষার্থীর আঘাতে আহত হন উৎপল কুমার।পরে গত সোমবার (২৭ জুন) ভোর ৫ টার দিকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হরিণাকুন্ডুর মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করে জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন,,,, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে।আর কোন উৎপল কুমার যেন এই পর্যায়ে না আসে বা মারা না যায়।সেজন্য আমাদের স্বোচ্ছার হতে হবে।আমরা পিছপা হইবো না। আমাদের প্রিয় শিক্ষককে হত্যা করা হয়েছে।তার শরীরের রক্তের দাগ এখোনো মুছে যায়নি।এখন থেকে বখাটেদের প্রতিহত করতে আমরা সবসময় পদক্ষেপ নিতে হবে।
জানা যায়, শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে।
তিনি ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজ শাখার রাষ্ট বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃংখলা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।শৃংখলা কমিটির সভাপতি থাকার কারনে সকল আচারনগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করতে হতো তাকে।শিক্ষার্থী জিতু (১৬) আশুলিয়ার চিত্রশাইল এলাকার উজ্জ্বল হাজীর ছেলে।সে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
শিক্ষক হত্যা ও হেনস্থা কারীর প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সকল স্কুল, কলেজ, মাদ্রাসা প্রধান, ও শিক্ষক শিক্ষিকা কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরও অনেকে।