পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রেমের প্রস্তাবে সারা না পাওয়ায় রায়হান খান (১৬) নামে এক স্কুল ছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার করেছে।
সোমবার সকাল আটটার দিকে উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ঐ কিশোর। সে ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী এবং ঐ ইউনিয়নের ধাওয়া গ্রামের শহিদুর ইসলাম পিন্টুর পুত্র।
মৃতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রায়হান একই গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘ দিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সে প্রস্তাবে সে প্রস্তাবে সারা না পাওয়ায় রায়হান ওই মাদ্রাসা ছাত্রীর সামনেই কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয়। সহপাঠিরা বাড়ি খবর দিলে তার মা রাহিমা বেগমের ডাকচিৎকারে স্থানীয়রা ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এ বিষযে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। বরিশাল থেকে মরদেহ নিয়ে আসার পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।