রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশ্বিনী কুমার বর্মন, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম, গোলাম আযম গামা, সোলাইমান হোসেন ফুলমিয়া, শামছুল মহুরী, উড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজনুর রশিদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।মতবিনিময় সভায় উড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।