গোলাম সারওয়ার সজল
নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারে পালিত হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
১৭ই মার্চ শুক্রবার সাভার উপজেলা চত্বরে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে সকালে সাভার উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে উপজেলার স্বাধীনতা চত্বরে জাতির পিতা’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, প্রমুখসহ সাভার উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে, সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ‘৭৫ এ-র ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়। পরে, শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শেষে শিশু-কিশোরদের মাঝে কেক বিতরণ করা হয়।