নাঈম শেখ, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।
বুধবার (২০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল গিয়ে বাড়ির কাউকে পাওয়া যায়নি। বিস্ফোরণের পরপরই বাড়ির লোকজন অন্যত্র পালিয়ে গেছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে । প্রকৃত ঘটনা খতিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।