ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন পার্কের বধ্যভূমি এবং জেলার অন্যান্য বধ্যভূমি গণকবরগুলো যথাযথভাবে সংরক্ষণের দাবীতে আজ ০৫ জানুয়ারি ২০২১ তারিখ জেলা প্রশাসক, ময়মনসিংহ বরাবর স্মারকলিপি প্রদান করে গণসাংস্কৃতিক সংগঠন “সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ”, ময়মনসিংহ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমাজ রূপান্তরের সংগঠক আব্দুল হান্নান আল আজাদ, রেজাউল ইসলাম আকাশ, মো: মাসুদ রানা, নাজমূল হাসান রাজু খান, আব্দুল কাদের ভূঁইয়া, নাট্যব্যক্তিত্ব সুজয় বসাক প্রমূখ।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বর্বর পাকিস্তানী জান্তা এবং তাদের দোসর হিংস্র আলবদর, আলশামস্, রাজাকার কর্তৃক ১৯৭১’এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে সংঘটিত নারকীয় গণহত্যার সাক্ষী অযত্নে, অবহেলায় পড়ে থাকা বধ্যভূমি গণকবরগুলো যথাযথ সংরক্ষণের জন্য জোড়ালো দাবী জানান।
স্মারকলিপি গ্রহণকালে ময়মনসিংহ জেলা প্রশাসক, মো: মিজানুর রহমান সার্কিট হাউজ সংলগ্ন পার্কের বধ্যভূমি এবং জেলার অন্যান্য বধ্যভূমি গণকবরগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
উল্লেখ্য যে, “সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ”, ময়মনসিংহ মুক্তিযুদ্ধে বর্বর পাকিস্তানী জান্তা এবং তাদের দোসর হিংস্র আলবদর, আলশামস্, রাজাকার কর্তৃক সংঘটিত নারকীয় গণহত্যার সাক্ষী বধ্যভূমি গণকবরগুলো সংরক্ষণের দাবীতে ধারাবাহিক কর্মসূচী পালন করছে। গত ১৬ ডিসেম্বর ২০২০ তারিখ মহান বিজয় দিবসে ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন পার্কের বধ্যভূমিস্থলে মানববন্ধন করে।