বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নোবিপ্রবিতে মানববন্ধন
রিয়াদুল ইসলাম,নোবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত :
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
৩১
বার পড়া হয়েছে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(১৮ই ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।সবাই সন্ত্রাস বিরোধী প্লেকার্ড হাতে নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর রাতের আধারের সশস্ত্র আতর্কিক হামলা ও নারী শিক্ষার্থীদের লাঞ্চনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহবান জানান।
দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করে সন্ত্রাসীদের অঙ্কুরে বিনষ্ট করার জোর দাবিও তোলা হয় এ মানববন্ধনে।