স্পোর্টস ডেস্ক
৫১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৭২ রান। সাকিব আল হাসান ৪০ এবং মেহেদী হাসান মিরাজ ৯ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪১ রান। আর ভারতের দরকার ছিল ৪ উইকেট। এই পরীক্ষায় ব্যর্থ হয় টাইগাররা। দলীয় সংগ্রহে মাত্র ৫২ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ। ১৮৮ রানের জয় পায় ভারত।
পঞ্চম দিনে ১০৮ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৮৪ রান নিয়ে আউট হন সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজ ফেরেন মাত্র ১৩ রানে। নুরুল হাসান সোহানের সংগ্রহ ৩ রান। শূন্য হাতে ফেরেন ইবাদত হোসেন।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০৪ রান সংগ্রহ করে ভারত।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পান ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। তিন উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।