টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের দুটি ম্যাচ খেলতে মে মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা জাতীয় দল। সূচি অনুযায়ী আগামী ৮ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা দল। তবে পুরনো সূচি অনুযায়ী সফরকারী দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল চট্টগ্রামে। এমন কী ঢাকা পৌঁছে সোজা চলে যাওয়ার কথা ছিল প্রথম টেস্টের ভেন্যু শহর চট্টগ্রামে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সূচিতে দেখা গেছে, শ্রীলঙ্কা দল ৮ মে ঢাকা এসে ৯ মে অনুশীলন করবে শের ই বাংলা স্টেডিয়ামে। ১০ ও ১১ মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সাভারের বিকেএসপিতে।
১২ মে যাবে চট্টগ্রাম। ১৩ ও ১৪ মে দুই দিন অনুশীলন করে ১৫ মে খেলতে নামবে সিরিজের প্রথম টেস্ট
২০ মে ঢাকা ফিরে ২১ ও ২২ মে দুই দিনের অনুশীলন শেষে ২৩ মে নামবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে। ২৮ মে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা দল।
বিসিবির দেয়া নতুন সূচি