জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি সড়কের জীবন নগর এলাকায় পর্যটকবাহী একটি মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই বুয়েটের নিরাপত্তা সরকার কর্মচারী। একটি মাইক্রোবাসযোগে তারা ঢাকা থেকে বান্দরবান হয়ে থানচি যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়।তাদের মধ্যে আহত দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, ওয়াহিদ ও হামিদুল ইসলাম।
আহত হামিদুল ইসলাম স্টেট এন্ড লিগ্যাল অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড। অন্যদের নাম পাওয়া যায়নি। হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকার থেকে ৯ জনের একটি দল একটি মাইক্রোবাস নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাবার পথে জীবন নগর নামক স্থানে গাড়ীটি প্রায় ৩শ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়। এর মধ্যে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করা হয়। বাকিদের এখনো উদ্ধারে অভিযান চলছে। আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক।
থানচি থানার উপ-পরিদর্শক সুব্রত চাকমা জানিয়েছেন হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল ও থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।